বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি করেছে উপজেলা বিএনপি। বুধবার বিকেলে উপজেলার কাঁচপুর ও মোগরাপাড়া চৌরাস্তায় যৌথভাবে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।
যৌথভাবে কাঁচপুরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় অন্য একটি র্যালির নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম হক রুমি।
সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক মোতালেব মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা শেষে র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূইয়া মাসুম, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মনিরুজ্জামান, তাজুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, আব্দুর রউফ, জয়নাল আবেদিন, আলমগীর হোসেন, শহীদ সরকার, হান্নান বেপারি, দপ্তর সম্পাদক ফজল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সাদিকুর রহমান সেন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, যুব-বিষয়ক সম্পাদক নোবেল মীর, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক ইমরান ফারুক, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কাউসার আহম্মেদ, উপজেলা জাসাসের সভাপতি আমীর হোসেন, উপজেলা বিএনপির সদস্য আলিনুর হোসেন, ফারুক আহম্মেদ, হাসান বসরী, রিপন বেপারী ও দুলাল মিয়াসহ তৃণমূল বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই