রাজশাহীর দুর্গাপুরের পানানগর গ্রামে ১৮৯৪ সালে নির্মিত ঐতিহাসিক নীলকুঠি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
ঐতিহাসিক নীলকুঠির স্থানে গিয়ে দেখা যায়, শুধু একটি ইটের টাওয়ার দাঁড়িয়ে আছে। টাওয়ারের নিচের অংশ ভেঙে যাচ্ছে। পুরোনো ঐতিহাসিক স্থাপনা বলে অনেকেই এই টাওয়ার থেকে ইট খুলে নিয়ে যায়। এ ছাড়া আশপাশের সবকিছু দখল হয়ে গেছে। টাওয়ারের পাশে টিনের খুপরি ঘর তুলে পরিবার নিয়ে বসবাস করেন আজগর মণ্ডল। তিনি জানান, এখন শুধু টাওয়ারটাই অবশিষ্ট রয়েছে।
আগে রাজার আমলের অনেক ইট-পাথর ছিল। এখন আর কিছু নেই। মানুষ সব নিয়ে গেছে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, নীলকুঠি সম্পর্কে আমার তেমন জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।