ম্যানচেস্টার সিটি এবার দলবদলের বাজারে চমক দেখালো। তারা পিএসজি থেকে ইতালীয় গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মাকে দলে ভিড়িয়েছে। অন্যদিকে, আট বছর পর ক্লাব ছাড়লেন তাদের দীর্ঘদিনের গোলকিপার এদেরসন, তিনি যোগ দিয়েছেন তুর্কি ক্লাব ফেনারবাচে।
জানা গেছে, দোন্নারুম্মাকে দলে নিতে ম্যানচেস্টার সিটিকে প্রায় ২৬ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছে। ২৬ বছর বয়সী এই গোলকিপার পাঁচ বছরের চুক্তিতে সিটিতে যোগ দিয়েছেন। পিএসজিতে নতুন গোলকিপার আসায় দোন্নারুম্মা সেখানে নিয়মিত খেলার সুযোগ হারাচ্ছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে সিটি তাকে দলে নিতে দ্রুত পদক্ষেপ নেয়। এর আগে এসি মিলানে খেলার সময় থেকেই তিনি বিশ্বমানের গোলকিপার হিসেবে পরিচিতি পান। ইতালির হয়ে তিনি ২০২০ সালের ইউরো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সব মিলিয়ে, ক্লাব ফুটবলে তার ৪১২টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এই গ্রীষ্মে দোন্নারুম্মা সিটির সপ্তম নতুন খেলোয়াড়।
অপরদিকে, সিটির হয়ে দীর্ঘ আট বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানলেন এদেরসন। তার বিদায়ে সিটিজেন ভক্তদের মধ্যে কিছুটা শূন্যতা তৈরি হয়েছে। এই সময়ে তিনি ক্লাবকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং একটি চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে সহায়তা করেছেন। ৩২ বছর বয়সী এই গোলকিপারকে ১২.১ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে ফেনারবাচে। ২০১৭ সালে বেনফিকা থেকে ৩৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তিনি সিটিতে যোগ দিয়েছিলেন। সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি মোট ৩৭২টি ম্যাচ খেলেছেন।
বিডি প্রতিদিন/মুসা