ট্রেড ফ্যাসিলিটেশনকে (সুবিধাদাতা) সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি মাসের দ্বিতীয় বুধবার সব অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত হয়ে কাস্টমস, আয়কর এবং ভ্যাট বিষয়ে মাঠপর্যায়ে তাদের সমস্যার কথা সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের সামনে উপস্থাপন করতে পারবেন।
বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসের অংশীজন সভাটি আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৩টায় এনবিআরের মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হবে।
এনবিআর বলছে, এই অংশীজন সভা থেকে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ড সুস্পষ্ট ধারণা লাভ করে সেগুলো সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
সভায় যেসব ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণে ইচ্ছুক, তাদের নির্দিষ্ট গুগল ফরম পূরণ করে পাঠানোর জন্য অনুরোধ করেছে এনবিআর।
বিডি প্রতিদিন/কেএ