তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। গতকাল বিকালে বুয়েট ক্যাম্পাসে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেয় তারা। এ সময় তারা ডিপ্লোমা কোটা প্রথাকে লাল কার্ড দেখিয়েছে। সমাবেশ থেকে আগামীকাল চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে। সমাবেশে শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তাদের আন্দোলন চলছে। লাল কার্ড প্রদর্শন, ডিপ্লোমা ডিগ্রিধারীদের কোটার বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত আছে। মেধা এবং যোগ্যতাকে যেন প্রাধান্য দেওয়া হয়। কোনো কোটা ব্যবস্থা যেন না থাকে, সেই দাবি তোলেন তারা। নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত এবং বিএসসি ছাড়া যেন কেউ নামে ইঞ্জিনিয়ার যুক্ত করতে না পারে- এই তিন দাবিতে আন্দোলন চলমান থাকবে বলেও জানান শিক্ষার্থীরা।