বাগেরহাটের রামপালে অবস্থিত বাংলাদেশ ও ভারত ১ হাজার ৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের দুটি ইউনিটে নতুন মাইলফলক অর্জন করেছে। এ বিদ্যুৎ কেন্দ্রটি আগস্টে রেকর্ড ৭৭১ দশমিক ৭০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা সর্বোচ্চ প্যারমিটারের (পিএলএফ) ৭৮ দশমিক ৫৮ শতাংশ অর্জিত হয়েছে। দেশের মোট ১০ হাজার ১০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদনের মধ্যে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রটি ৭ দশমিক ১৫ শতাংশ অবদান রেখেছে। গত তিন মাসে ধারাবাহিকভাবে এ কেন্দ্রটি প্রতি মাসে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। এ নিয়ে এই কেন্দ্রটিতে মোট বিদ্যুৎ উৎপাদন দাঁড়িয়েছে ২ হাজার ৩৬ দশমিক ৪ মিলিয়ন ইউনিটে।