পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লায়ন্স ক্লাব নোয়াখালী মাইজদী–এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে নোয়াখালীর মাইজদী নতুন জেল রোডে অবস্থিত মাইজদী মডেল স্কুলের শিক্ষার্থী ও স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—লায়ন্স ক্লাব নোয়াখালী মাইজদীর সভাপতি এডভোকেট জসিম উদ্দিন বাদল, সেক্রেটারি মোহাম্মদ জহির উদ্দিন, কোষাধ্যক্ষ এডভোকেট ইমাম হোসেন স্বপন, স্কুলের প্রধান শিক্ষক শামসুন্নাহার, লায়ন্স ক্লাবের সদস্য নুরুল হুদা দিদার, শাহাদাত হোসেন, মোহাম্মদ মামুন, শিক্ষক মারজান আক্তার, নোয়াখালী প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক আকবর হোসেন সোহাগসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ