বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নির্দেশে সারাদেশে তরুণদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর উদ্দেশ্য, তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত রাখা, যাতে তারা মাদক ও সন্ত্রাসের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকতে পারে।’
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে একটি স্বনির্ভর দেশ গড়তে চাই।’
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) মোংলার মিঠাখালী মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, মোংলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী শেখ, কোকো ক্রীড়া সংসদ মোংলা উপজেলা সভাপতি শাহআলম শেখ, পৌর সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার।
বিডি প্রতিদিন/জামশেদ