ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। সোমবার এক বিবৃতিতে হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের জবাবে চারটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।
সারি বলেন, আমরা দখলকৃত জাফা (তেল আবিব)-তে শত্রুর যৌথ স্টাফ ভবনকে ‘সামাদ-৪’ ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছি। তিনি আরও জানান, হাদেরা বিদ্যুৎকেন্দ্র, জাফায় অবস্থিত আল-লাদ বিমানবন্দর (বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর) এবং আশদোদ বন্দরকে ড্রোন হামলার মাধ্যমে আঘাত করা হয়েছে।
হুথি মুখপাত্রের দাবি, এসব অভিযান সফল হয়েছে।
এছাড়া লোহিত সাগরের উত্তরাঞ্চলে এমএসসি এবাই নামের একটি জাহাজকেও নিশানা করা হয়। সারি জানান, এই জাহাজ দখলকৃত ফিলিস্তিনের বন্দরগুলোতে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ছিল। আমরা দুইটি ড্রোন এবং একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিকে আঘাত করি, এবং আল্লাহর রহমতে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে।
ইয়েমেনি সেনাবাহিনী দাবি করেছে, এসব অভিযানের মাধ্যমে ইসরায়েলের ওপর কার্যকর বার্তা পৌঁছানো সম্ভব হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল