বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল কীডি সিটিতে ফল উৎসব ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। আনন্দঘন পরিবেশে বৃহস্পতিবার খিলগাঁওস্থ এই স্কুলটিতে এ আয়োজন সম্পন্ন হয়।
এই দিন বিভিন্ন রকমের মৌসুমী ফল নিয়ে আনন্দে মেতে ওঠে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। আম, কাঁঠাল, লিচু, কলা, আনারস, আঙ্গুর, পেয়ারা, আমড়া, পেপে, লটকনসহ বিভিন্ন দেশি-বিদেশি ফল হাতে-কলমে চেনানো হয় এই শিশুদের।
এর আগে, একই দিনে স্কুলে কেক কেটে বাৎসরিক ক্লাস পার্টিও উদযাপন করা হয়। এই স্কুলের প্রধান শিক্ষক জিয়াদ বিপ্লব বলেন, আমাদের এই আয়োজন শিশুদের মেধা বিকাশের জন্য। যেহেতু তারা সমাজের বিশেষ শ্রেণিভুক্ত এবং বিশেষ চাহিদা সম্পন্ন। তাই তারা অন্য সাধারণ শিশুদের মতো নয়। তাদের বুদ্ধি ও মেধার বিকাশের জন্য এ ধরনের কার্যক্রম খুবই কার্যকর ভূমিকা রাখে। একই সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল কার্যক্রম ও পুনর্বাসনের জন্য সরকারি সহায়তা আরও বাড়ানোর দাবি জানান তিনি। কেননা এটি আমাদের দেশে এখনও অবহেলিত খাত। অথচ সারাদেশে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের সংখ্যা নেহায়েত কম নয়।
বিডি প্রতিদিন/এমআই