দেশের ঐতিহ্যবাহী ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) চট্টগ্রাম শাখার উদ্যোগে বর্ণিল আয়োজনের মাধ্যমে ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জমকালো আয়োজনে কেক কেটে এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। এরপর বাজুস চট্টগ্রাম কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ঐতিহ্য ও সাফল্যের পথ চলায় বাজুস’ শীর্ষক প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বাজুস চট্টগ্রাম শাখার সভাপতি যীশু বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণব সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের সকল সদস্য এবং চট্টগ্রাম শাখার আঞ্চলিক সমন্বয় কমিটিসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাজুস চট্টগ্রাম কার্যালয়কে সুসজ্জিত করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাজুস চট্টগ্রাম শাখার সহ-সভাপতি দিলীপ কুমার ধর, খোকন ধর, হারাধন মহাজন, মো. শাহাজাহান সিদ্দিকী, প্রদীপ গুহ ও সুজিত কুমার ধর। সহ-সম্পাদক রাজীব ধর তমাল, বিপ্লব কান্তি ধর, কাজল বণিক, রঞ্জন ধর, সত্য কুমার ধর, মিন্টু ধর ও গোপীনাথ ধর। কোষাধ্যক্ষ শম্ভু ধর, কার্যকরী সদস্য সুমন ধর, অলক চন্দ্র পোদ্দার, নয়ন কুমার ধর, রাজীব ধর, প্রদীপ বণিক, শান্তনু বণিক, মিনানাথ ধর, মো. আজিজ উল্লা ও শিমু রাণী দেব।
বিডিপ্রতিদিন/কবিরুল