প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা ও তারকা তৈরির কারিগর খ্যাত চিত্রপরিচালক এহতেশামের আবিষ্কার অভিনেতা রহমান। এহতেশাম তাঁকে ‘উত্তম কুমার’ নামেই ডাকতেন। আজ নায়ক রহমানের ২০তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছে চলচ্চিত্র জগৎ ও তাঁর দর্শক-ভক্তরা। ষাটের দশকে চলচ্চিত্রে আসেন তিনি। রহমানের অভিনয়ের স্বতন্ত্র স্টাইল এবং ফ্যাশন দর্শকদের মন্ত্রের মতো সিনেমা হলে টেনে নিয়ে যেত। এহতেশাম শাহবাগ হোটেলে প্রায়ই যেতেন। তাঁর সঙ্গে রহমানের ঘনিষ্ঠতা হয়ে যায় অল্প দিনেই। তিনি তাঁকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য অফার দেন। এহতেশামের অফার পেয়ে তো রহমান আহ্লাদে আটখানা। তিনি রহমানকে উৎসাহ দিয়ে বলতেন, তুমি দেখতে অবিকল উত্তম কুমারের মতো। এহতেশাম পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ ছবিতে রহমান ছিলেন প্রতিনায়ক। নায়ক-নায়িকা ছিলেন খান আতা ও সুমিতা দেবী। প্রথম দিন শুটিংয়ে অংশ নিয়ে অভিনয় করতে পারছিলেন না রহমান। বারবার ঘাবড়ে যাচ্ছিলেন। এ অবস্থা দেখে খান আতা বললেন, এহতেশাম এ ছেলেটাকে কোথা থেকে ধরে নিয়ে এসেছেন। এ কথা শুনে রহমান শুটিং সেট থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাঁর ‘একটু আসি’ কথাটি শুনে সন্দেহ হয় সেটের সবার। রহমান পালিয়ে যেতে পারলেন না। ‘এ দেশ তোমার আমার’ মুক্তি পায় ১৯৫৯ সালে। এ ছবিটি হিট হয়, একই সঙ্গে রহমানের অভিনয় প্রশংসিত হয়। তাঁর পুরো নাম আবদুর রহমান। তিনি ১৯৩৭ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রসেয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সালে শাহবাগ হোটেলে চাকরি নেন। ইংরেজি ও হিন্দি ছবি মুক্তি পেলে হলে গিয়ে দেখতেন। সুচিত্রা-উত্তমের সাগরিকা, শাপমোচন, শিল্পী ছবি দেখে চলচ্চিত্র জগতের প্রতি আগ্রহটা বেড়ে যায়। তখন থেকেই ফিল্মে অভিনয় করার শখ ভালো করে চেপে বসে মাথায়। জীবদ্দশায় এক সাক্ষাৎকারে রহমান বলেছিলেন- ‘১৯৫৮ সালে শাহবাগ হোটেলে রিসিপশনিস্টের চাকরি করি। সেখানে আমাকে কয়েকজন বন্ধু ঠাট্টা করে উত্তম বলে খ্যাপাত। একদিন আমার এক বন্ধু এসে বলল, আমাদের এখানে ছবি তৈরি হবে, সেখানে সুযোগ পেতে পারিস। বন্ধুদের কথামতো গেলাম সেই অফিসে। পরিচালকের নাম ফজলুল হক। ছবির নাম ‘আজান’। রমনা পার্কের পশ্চিমে টেনিস গ্রাউন্ডের সঙ্গে ছোট একটা রুমে অফিস। পরিচালক হক সাহেবের স্ত্রী আমাকে দেখে বললেন, ‘আমি মনে মনে নায়কের ভূমিকায় যেরকম মুখ খুঁজছিলাম ঠিক সেরকম ছেলে আল্লাহ পাঠিয়েছে। আর কোনো কথা নয়। এ ছেলেই নায়ক চরিত্রে অভিনয় করবে।’ সেদিনই আমাকে নায়ক চরিত্রে নির্বাচন করলেন হক সাহেব। তখন আমার বয়স ১৯ বছর। তবে আমার উচ্চারণে কিছুটা সমস্যা ছিল। তাই বিরোধিতা করেছিলেন অভিনেতা ইনাম আহমেদ। সেদিন যে আমাকে উৎসাহ, অভয়, সাহস ও সহযোগিতা করেছিলেন তিনি হলেন শ্রদ্ধেয় চিত্রগ্রাহক মরহুম সাধন রায়। ‘আজান’ ছবির শুটিং শুরু হতে বিলম্ব হওয়ায় এরই মধ্যে এহতেশামের ‘এ দেশ তোমার আমার’ ছবিতে অভিনয় করার সুযোগ পাই।’ এরপর প্রায় অর্ধশতাধিক ছবিতে জনপ্রিয়তার সঙ্গে অভিনয় করে গেছেন রহমান। ১৯৬৭ সালে ‘দরশন’ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে পরিচালনায় আসেন তিনি। ‘দরশন’ আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়। এ ছবিতেও তাঁর নায়িকা ছিলেন শবনম। রহমান পরিচালিত উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র হলো- ‘মিলন’, ‘কঙ্গন’, ‘যাহা বাজে সেহনাই’, ‘নিকাহ’ প্রভৃতি। ‘প্রীত না জানে রীত’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে ১৯৬৩ সালের জানুয়ারিতে শুটিং করার জন্য রহমান গেলেন সিলেটে। এ ছবিতে অভিনয় করতে গিয়েই রহমান একটি পা হারালেন। সেদিন সিলেটে জিপগাড়ি চালাচ্ছিলেন আফজাল হোসেন। পাশে মোহসীন নজরুল বসা। রহমানের একটি পা ছিল বাইরে। মুরারী চাঁদ কলেজের সামনে আসতেই একটি ট্রাক এসে রহমানের এক পা কেড়ে নিল। ২০০৫ সালের ১৮ জুলাই ৬৮ বছর বয়সে মারা যান কিংবদন্তি চলচ্চিত্রকার রহমান।
শিরোনাম
- হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
- নুরাল পাগলার মরদেহে আগুন দেওয়ার ঘটনায় জড়িতরা উপযুক্ত শাস্তি পাবে
- নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত : নবীউল্লাহ নবী
- প্রকৃত সংস্কারের আগে মানসিক সংস্কার দরকার : গয়েশ্বর
- বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে জনগণ : ডা. শাহাদাত
- খুনি হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থী, বিএনপিকে ট্যাগ দিবেন না : রিজভী
- কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
- নবীনগরে কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- কুমারখালীতে ৯ বছর পর সম্মেলন, সভাপতি আনছার সম্পাদক লুৎফর
- নাটোরে ডায়রিয়ার প্রকোপ কমছে
- মোংলায় আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি সভা, এবার ৩৫ মন্দিরে দুর্গোৎসব
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্র দলের র্যালি
- ছিনতাইকারীদের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু
- নোয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
- বিএনপির হাতেই দেশ নিরাপদ : সাইফুদ্দীন সালাম মিঠু
- জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর-অগ্নিসংযোগ
- সাইফুর রহমান না থাকলে অর্থনীতি মুখ থুবড়ে পড়তো: ড. মঈন খান
- রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু
- ঝিনাইদহের সীমান্তে ৫০ লাখ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
- এসএসসি ও সমমানের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
নায়ক রহমানের প্রয়াণ দিবস আজ - আমাদের উত্তম কুমার
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

উত্তেজনা বাড়িয়ে মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে ২ যুদ্ধবিমান উড়াল ভেনেজুয়েলা
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নিরাপত্তা শঙ্কায় বিসিবি সভাপতি, গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে