দেশের বিভিন্ন স্থানে গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চাঁপাইনবাবগঞ্জ : বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে সমিতির জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। জেলা সভাপতি মো. মোস্তাকিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহসম্পাদক বুসুদের নন্দী, আবুল কালাম আজাদ টুটুল প্রমুখ। অনুষ্ঠানে সদস্যরা বলেন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে এক ছাতার নিচে এসেছেন ব্যবসায়ীরা। স্বর্ণশিল্পের আধুনিকায়ন হয়েছে। স্বর্ণের গুণমান ও সঠিক মূল্য নির্ধারণ হওয়ায় ক্রেতা-বিক্রেতার মধ্যে সৌহার্দের সম্পর্ক সৃষ্টি হচ্ছে। মানুষের আস্থা বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়েছে।
নওগাঁ : নওগাঁয় বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুরে নওগাঁ জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাজুসের জেলা সভাপতি এস এম রেজাউল হক, সহসভাপতি অনুপ কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাযহারুল ইসলাম হিরা, সহসাধারণ সম্পাদক মাহাবুব আলম, সাংগঠনিক সম্পাদক প্রবীর সাহা খোকন, কোষাধ্যক্ষ গৌর সাহা, ক্রীড়া সম্পাদক আবদুল্লাহীল বাকী বাকের।
মেহেরপুর : আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মেহেরপুরে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুর ১২টার দিকে বাজুসের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান শুরু হয়। মেহেরপুর বাজুসের সভাপতি কিশোর পাত্রের সভাপতিত্বে বক্তব্য দেন বাজুসের সাধারণ সম্পাদক শেখ মোমিন, উপদেষ্টা সহাদেব পাত্র, সিনিয়র সহসভাপতি আবদুল মজিদ খোকন, যুগ্মসম্পাদক মোস্তাফিজুর রহমান মনা প্রমুখ।
মাগুরা : বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পুরাতন বাজার সোনাপট্টি থেকে র্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে মধুমিতা সিনেমা হল মার্কেটে এসে শেষ হয়। সেখানে বাজুসের জেলা সভাপতি বিমল কুমার বিশ্বাসের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নড়াইল : নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা কমিটির আয়োজনে রূপগঞ্জ স্বর্ণপট্টি থেকে গতকাল সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে অংশ নেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম, বাজুসের জেলা সভাপতি চঞ্চল কুমার রায়, সহসভাপতি দিলীপ কুমার রায়, সাইফুল আলম প্রমুখ। পরে জেলা কার্যালয়ে কেক কাটা হয়।
যশোর : যশোরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুরে যশোর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর জেলা বাজুসের সভাপতি রাকিবুল ইসলাম চৌধুরী সঞ্জয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক সাধন চন্দ্র, সাংগঠনিক সম্পাদক বিপ্লব ধর, সদস্য মুরাদ হোসেন ও সুশান্ত চৌধুরী।
রংপুর : বাজুস রংপুর জেলার আয়োজনে রংপুর মহানগরের বেতপট্টিস্থ কার্যালয়ের সামনে ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ। বাজুসের জেলা সভাপতি এনামুল হক সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মো. আকবর আলী, বাজুস রংপুর জেলা সহসভাপতি আলহাজ আবদুল হালিম বুলু, মো. সাঈদ আলী, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রাজু প্রমুখ।
রাজশাহী : রাজশাহীতে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। দুপুর ১২টায় জেলা কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম : বর্ণিল আয়োজনে বাজুস চট্টগ্রাম শাখার উদ্যোগে ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় কেক কেটে এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। বাজুস চট্টগ্রাম শাখার সভাপতি যীশু বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণব সাহার সঞ্চালনায় সভায় সংগঠনের সদস্য এবং চট্টগ্রাম শাখার আঞ্চলিক সমন্বয় কমিটিসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
খুলনা : খুলনায় নানান আয়োজনে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বাজুস খুলনা জেলা শাখার উদ্যোগে সমিতির নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা জেলা শাখার সভাপতি সমরেশ সাহা।
পিরোজপুর : নানান কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) পিরোজপুর জেলা শাখার ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে শহরের স্বর্ণকার পট্টি থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজুস পিরোজপুর জেলা কার্যালয়ে এসে মিলিত হয়। শোভাযাত্রা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ও সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
পাবনা : পাবনায় নানান আয়োজনে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুর ১২টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাজুস পাবনা জেলা শাখার উদ্যোগে শহরে একটি র্যালি বের হয়। শহরের সোনাপট্টির বাজুস কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি আবারও কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাজুস পাবনা জেলা শাখার সভাপতি কুতুব উদ্দিন সুইটের সভাপতিত্বে জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা : বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও কেক কাটা হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) গাইবান্ধা জেলা শাখার সভাপতি মনিন্দ্র নাথ মিত্রের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম সঞ্জু ও সংগঠনের অন্য সদস্যরা।
ঝিনাইদহ : বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টার দিকে শহরের গীতাঞ্জলি সড়কে বাজুসের জেলা কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। বাজুস ঝিনাইদহ জেলা শাখার সভাপতি পঞ্চরেশ পোদ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাজুস জেলা শাখার সাধারণ সম্পাদক সাধন সরকার।
কুমিল্লা : কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাজুস কুমিল্লা শাখার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান। এ সময় বক্তব্য দেন বাজুস কুমিল্লার সাধারণ সম্পাদক আলহাজ তাজুল ইসলাম, সহসভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, ভিপি মাহবুবুর রহমান দুলাল, রঞ্জিত বণিক, মো. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আলহাজ শাহ জালাল মাসুম, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, আপ্যায়ন সম্পাদক হুমায়ুন কবির মুন্না, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম লিটন প্রমুখ।
ফরিদপুর : ফরিদপুরে বাজুসের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দুপুর ১২টায় ফরিদপুর শহরের বাজুস কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি নন্দকুমার বড়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারের সঞ্চালনায় এ সময় স্বাগত বক্তব্য দেন বাজুস ফরিদপুর জেলা কমিটির কোষাধ্যক্ষ বিষ্ণুপদ পাল।