পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার বাংলাদেশ ব্যাংকের উদ্যোগকে সমর্থন জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তবে আমানতকারীদের স্বার্থ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেটাও চেয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান। গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে ডেপুটি গভর্নর ড. কবির আহমেদসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবদুল মান্নান বলেন, বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে, তার সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে আমরা চাই, আমানতকারীদের স্বার্থ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে দায়িত্ব বাংলাদেশ ব্যাংক নেবে। তিনি আরও বলেন, এস আলম গ্রুপ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে বেনামে প্রায় ৩৮ হাজার কোটি টাকা নিয়েছে। নিজের নামে ঋণ নেওয়ার সুযোগ না থাকায় তারা বেনামে ঋণ নেয়। এসব ঋণ আদায় না হওয়ার কারণেই ব্যাংকটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বলে দাবি করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ধারাবাহিকভাবে পাঁচ ব্যাংকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক। আজ ইউনিয়ন ব্যাংক ও আগামীকাল গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে গত রবিবার এক্সিম ব্যাংক এবং সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও গভর্নরের অসুস্থতার কারণে তা স্থগিত হয়।