ছাত্রদলের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথমবর্ষের অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ষষ্ঠবারের মতো সংশোধিত তফসিলে মনোনয়ন বিতরণের সময়ও বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে প্রথমবর্ষের অংশগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ফলে মনোনয়ন বিতরণ আরেক দিন বাড়ানো হয়েছে। সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে ২৫ সেপ্টেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিবর্তিত তফসিল অনুসারে, আজ মনোনয়ন বিতরণ ও ডোপটেস্ট, ৪ ও ৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা, ৮ থেকে ৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর, আপত্তি ও নিষ্পত্তি ১১ সেপ্টেম্বর, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীদের হেনস্তা ও প্রথমবর্ষের ভোটাধিকার দাবিতে গতকাল দুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।