কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় নতুন অধ্যায়ের সূচনা করল সৌদি আরব। দেশটির স্টার্টআপ হুমাইন আইকিউ তৈরি করেছে আরব বিশ্বের প্রথম এআই চ্যাটবট- ‘হিউমাইন চ্যাট’।
বিশ্বের প্রথম ‘হালাল এআই’ হিসেবে অভিহিত এই চ্যাটবট আরবি ও ইংরেজি উভয় ভাষায় কাজ করতে সক্ষম। শুধু তাই নয়, আরবির বিভিন্ন উপভাষায়ও উত্তর দিতে পারে এটি।
স্থানীয় ডেটাসেটে প্রশিক্ষিত হওয়ায় ইসলামী মূল্যবোধ, সংস্কৃতি ও ভাষা রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জানান, আমাদের লক্ষ্য হলো এমন একটি এআই তৈরি করা, যা প্রযুক্তিগতভাবে উন্নত হলেও ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে সম্মান করবে।
বিশেষজ্ঞরা বলছেন- এই উদ্যোগ সৌদি আরবকে বৈশ্বিক এআই অঙ্গনে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। একই সঙ্গে প্রযুক্তিকে স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য করার ক্ষেত্রে এটি হতে পারে অনন্য উদাহরণ।
তথ্য সূত্র- দ্যা নিউআরব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ