প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে জন্ম নেওয়া পৃথিবী প্রথমে ছিল একেবারেই শুষ্ক ও প্রাণহীন। জীবনের জন্য প্রয়োজনীয় উপাদান তখন ছিল না। তবে সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা নতুন তথ্য দিয়েছেন- পৃথিবীতে প্রাণের উপাদান এসেছে এক গ্রহাণুর সংঘর্ষের মাধ্যমে।
সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক দল বলছে, ‘থিয়া’ নামের এক গ্রহাণুর সঙ্গে সংঘর্ষের ফলে পৃথিবীতে আসে জল ও অন্যান্য উদ্বায়ী উপাদান। এই উপাদান থেকেই গড়ে ওঠে সমুদ্র, বায়ুমণ্ডল এবং জীবনের ভিত্তি।
গবেষণাপত্রে বলা হয়েছে, এই প্রক্রিয়া মহাবিশ্বে খুবই বিরল। কারণ পৃথিবীর মতো সঠিক সময়ে জীবনদায়ী উপাদান পাওয়া সব গ্রহের পক্ষে সম্ভব নয়। গবেষক দলের প্রধান ড. মার্টিন কুইজ বলেন, পৃথিবীর জীবনের ইতিহাস বোঝার জন্য থিয়া সংঘর্ষই হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র।
এই আবিষ্কার পৃথিবীতে প্রাণের উৎপত্তি নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের ধাঁধা সমাধানের নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে ধারণা করা হচ্ছে।
তথ্য সূত্র- লাইভসায়েন্স।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ