মার্কিন আদালত রায়ে জানিয়েছে, গুগলকে তাদের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোম বিক্রি করতে হবে না। তবে কোম্পানিটিকে সার্চ সংক্রান্ত কিছু তথ্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে শেয়ার করতে হবে।
গত পাঁচ বছর ধরে গুগলের অনলাইন সার্চ বাজারে একচেটিয়া দখল নিয়ে মার্কিন সরকার ও কয়েকটি অঙ্গরাজ্যের মামলা চলছিল। ২০২৪ সালের আগস্টে জেলা বিচারক অমিত মেহতা রায় দেন, গুগল অন্যায্য উপায়ে প্রতিযোগিতা ঠেকিয়ে বাজারে একক আধিপত্য তৈরি করেছে, যা মার্কিন আইন ভঙ্গের শামিল।
মামলার মূল বিষয় ছিল, গুগলের সার্চ ইঞ্জিন বিভিন্ন প্ল্যাটফর্মে ডিফল্ট (আগে থেকেই সেট করা) হিসেবে ব্যবহার করা। এর মধ্যে গুগলের নিজস্ব অ্যান্ড্রয়েড ও ক্রোম ছাড়াও অ্যাপলের মতো অন্য প্রতিষ্ঠানের পণ্যও ছিল। আদালতের সর্বশেষ রায়ে বলা হয়েছে, গুগলকে প্রতিযোগীদের সঙ্গে তাদের সার্চ ডেটা শেয়ার করতে হবে।
আইনি প্রক্রিয়ায় ভেঙে ফেলা (কোম্পানিকে আলাদা অংশে ভাগ করা) গুগলের জন্য সবচেয়ে বড় শাস্তি হতে পারত। তবে আদালতের রায়ে সে ঝুঁকি থেকে রেহাই পেয়েছে। ফলে গুগল এখনও অ্যাপলের মতো প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে তাদের ডিভাইসে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে জায়গা পেতে পারবে।
বিশ্লেষকদের মতে, এই রায় গুগলের জন্য অনেকটা স্বস্তির হলেও প্রতিদ্বন্দ্বীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। কারণ গুগলের সার্চ ডেটায় প্রবেশাধিকার পাওয়া গেলে বাজারে প্রতিযোগিতা বাড়তে পারে।
বিডিপ্রতিদিন/কবিরুল