বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে (বুটেক্স) গত ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে ২য় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার উপকরণ সম্মেলন (ICFP-2025)। এ আয়োজন করে সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশ। দেশি–বিদেশি গবেষকরা এতে অংশ নেন।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের (এনইউবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক–শিক্ষার্থীরা ছয়টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জি. এম. ফয়সালের নেতৃত্বে শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফল তুলে ধরেন।
এনইউবির গবেষণাগুলোর মধ্যে ছিল—
বায়ো-ভিত্তিক কম্পোজিটে আগুন প্রতিরোধী উপাদান উন্নয়ন, যা নির্মাণ কাজে ব্যবহার করা যাবে। কলা খোসার নির্যাস দিয়ে রাসায়নিক প্রতিরোধী পোশাক তৈরি, যা পরিবেশবান্ধব সমাধান হতে পারে। পুনর্ব্যবহৃত তুলা, পলিয়েস্টার ও টেনসেল দিয়ে পরিবেশবান্ধব সুতা উন্নয়ন। প্যাকেজিং উপকরণ তৈরিতে সম্ভাবনাময় জুট বায়ো-কম্পোজিট ব্যবহার। রং করা বর্জ্য পানির পুনঃব্যবহারযোগ্যতা বিশ্লেষণ। গ্রেহ ওয়াটারকে (আংশিক ব্যবহৃত পানি) টেক্সটাইল রং করার সম্ভাব্য উৎস হিসেবে ব্যবহার।
সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. এমডি. জুলহাশ উদ্দিন এবং সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. এ. বারিক, শিজুওকা ইউনিভার্সিটি, জাপান।
শিক্ষক–শিক্ষার্থীরা মনে করেন, এনইউবির টেক্সটাইল বিভাগের এই সফল অংশগ্রহণ সম্ভব হয়েছে বিভাগীয় প্রধান জি. এম. ফয়সালের দিকনির্দেশনায়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও উন্নত গবেষণার মাধ্যমে বিভাগটি দেশের টেক্সটাইল শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল