দক্ষ চিকিৎসকরা দীর্ঘ দিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ভুল করছেন! কেবল ভুলই নয়, চিকিৎসাপদ্ধতির উপর থেকে ভরসা হারিয়ে ফেলছেন! এমনটাই জানাচ্ছে সম্প্রতি প্রকাশিত ল্যানসেট-এর এক গবেষণা। চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অতিরিক্ত ব্যবহার নিয়েই উঠছে উদ্বেগের সুর।
সভ্যতার অগ্রগতির সঙ্গে জীবনের প্রতিটি ক্ষেত্রে ঢুকে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। শিক্ষা, সমাজ, রাজনীতি, এমনকি চিকিৎসা বিজ্ঞান সর্বত্রই এআই এখন এক গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা পরিকল্পনা, সবেতেই ডাক্তারদের হাতিয়ার হয়ে উঠেছে এ প্রযুক্তি।
কিন্তু প্রশ্ন উঠছে, এই নির্ভরতা কি চিকিৎসকদের দক্ষতা কমিয়ে দিচ্ছে? ল্যানসেট গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড হেপাটোলজিতে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্ট বলছে, এআই ব্যবহারের ফলে চিকিৎসকেরা আর স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত নিচ্ছেন না। সবটুকু ভরসা করে ফেলছেন প্রযুক্তির উপর।
গবেষণাটি চালানো হয়েছে পোল্যান্ডের চারটি কোলনস্কোপি সেন্টারে। ২০২১ সালের শেষ থেকে সেখানে এআই ব্যবহারের মাধ্যমে মলাশয়ের অস্বাভাবিক কোষ শনাক্ত করার প্রক্রিয়া শুরু হয়। দেখা গেছে, এর আগে চিকিৎসকেরা নিজেরাই ২৮ শতাংশ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে অ্যাডোনোমা শনাক্ত করতে পারতেন। কিন্তু এআই চালুর পর সেই হার নেমে দাঁড়িয়েছে মাত্র ২২ শতাংশে।
গবেষকদের মতে, চিকিৎসকরা যখন সিদ্ধান্ত নেওয়ার জন্য সর্বক্ষণ প্রযুক্তির উপর নির্ভর করতে শুরু করেন, তখন তাদের নিজস্ব চিন্তা, বিচার-বিশ্লেষণ ও দায়িত্ববোধে ঘাটতি তৈরি হয়। এর দীর্ঘমেয়াদি প্রভাব ভয়াবহ হতে পারে।
এই গবেষণায় যুক্ত পোল্যান্ডের অ্যাকাডেমি অফ সিলেসিয়ার চিকিৎসক মারসিন রোমার্নজ়িক বলেন, চিকিৎসকদের দক্ষতার উপর এআই-এর নেতিবাচক প্রভাব নিয়ে এটাই সম্ভবত প্রথম সমীক্ষা। চিকিৎসা ক্ষেত্রে এআই যত বাড়বে, ততই এই প্রশ্ন গুরুত্ব পাবে। এখনই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে।
এআই নিঃসন্দেহে চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার চিকিৎসকদের দক্ষতাকে ক্ষতিগ্রস্ত করলে, তার ফল মারাত্মক হতে পারে বলেই সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
বিডি প্রতিদিন/নাজমুল