পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত একটি নতুন গ্রহের জন্ম প্রথমবারের মতো দেখা গেছে। একদল জ্যোতির্বিজ্ঞানী এই গ্রহটির নাম দিয়েছেন WISPIT 2b। এই আবিষ্কারটি গ্রহ গঠনের প্রক্রিয়া এবং তার পরিবেশের ওপর প্রভাব নিয়ে নতুন তথ্য দিচ্ছে।
এটি একটি বিরল ঘটনা। এর আগে বহু গ্রহ তৈরির ছবি তোলা হলেও, কখনও সেই গ্রহটির সরাসরি ছবি পাওয়া যায়নি। ২০১৮ সালে PDS 70 সিস্টেমের একটি গ্রহের ছবি পাওয়া গিয়েছিল, তবে তা আরও দূরের ছিল।
গবেষকরা চিলির ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির ‘ভেরি লার্জ টেলিস্কোপ’ ব্যবহার করে এই নতুন গ্রহটি আবিষ্কার করেন। WISPIT 2b গ্রহটি একটি নতুন নক্ষত্রের আশপাশে তৈরি হচ্ছে এবং এটি তার চারপাশের পরিবেশে পরিবর্তন আনছে। এটি গ্রহ গঠনের দীর্ঘদিনের তত্ত্বের সত্যতা প্রমাণ করছে।
গবেষক দলের প্রধান রিচেল ভ্যান ক্যাপেলভেন বলেন, এটি একটি অবিশ্বাস্য অভিজ্ঞতা, এবং আমরা খুব ভাগ্যবান। তিনি তাদের আন্তর্জাতিক সহযোগী গবেষকদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের সাহায্যেই এই আবিষ্কার দ্রুত বিশ্বের সামনে এসেছে।
এই আবিষ্কারটি গ্রহ গঠন এবং গ্রহ-নক্ষত্র সম্পর্কিত গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যতে গ্রহ গঠনের মডেল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডিপ্রতিদিন/কবিরুল