রানি মাছ। ছোট্ট হলুদ শরীরে কালো ডোরাকাটা। বেশ জনপ্রিয় বাহারি রঙের এ মাছ। অনন্য স্বাদেও। বাজারে চাহিদা ছিল প্রচুর। একসময় নদী-হাওর ও প্রাকৃতিক জলাশয়ে ঝাঁকে ঝাঁকে ধরা পড়লেও বর্তমানে দেখা মিলছে না। ভরা মৌসুম আষাঢ়েও অদৃশ্য এ মাছ। অন্যান্য দেশি মাছের মতো রানি মাছও আজ বিলুপ্তির পথে। মৎস্য গবেষকরা জানিয়েছেন, আবাসস্থল ধ্বংস, দূষণ আর ক্ষতিকর উপায়ে মাছ শিকারের কারণে আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে রানি মাছ। বর্তমানে এটি বিপন্নপ্রায়। মৎস্য পরিচিতিতে দেখা যায়, এ মাছের বৈজ্ঞানিক নাম ইড়ঃরধ উধৎরড়। অঞ্চলভেদে কোথাও বউ, দাড়ি, পুতুল, বেতরঙ্গি, আবার কোথাও ডাকা হয় লোহাচাটা নামে। তবে এর প্রকৃত নাম রানি। প্রজনন সময় মে থেকে আগস্ট। ৮০০ থেকে ৯০০ ডিম দিতে সক্ষম স্ত্রী মাছ। মাছের সর্বোচ্চ দৈর্ঘ্য ১২ সেন্টিমিটার। রানি মাছ খুবই তৈলাক্ত। আঁশবিহীন, নরম কাঁটা। বিশ্বনাথের বিভিন্ন মাছবাজার ঘুরে দেখা যায়, অন্যান্য মাছ কমবেশি থাকলেও উপস্থিতি নেই রানি মাছের। মৌসুম থাকলেও কোথাও নেই এ মাছ। হরেক মাছের ভিড়ে দেশি অন্যান্য ছোট মাছের সঙ্গে বিশ্বনাথ নতুনবাজারে দেখা মেলে ৩-৪টি রানি মাছের। মৎস্য ব্যবসায়ী আলাউদ্দিন জানান, ‘আগে হাটবাজারে রানি মাছের প্রচুর বেচাকেনা ছিল। কাস্টমারের চাহিদা থাকলেও বর্তমানে এ মাছ আর কোথাও কিনতে পাই না।’ মৎস্যজীবী দুলাল মিয়া জানান, ‘একটা সময় এ মৌসুমে কেবল রানি মাছ ধরেই জীবিকা নির্বাহ করেছি। এখন এ মাছ আর দেখাই যায় না।’ বিশ্বনাথ উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর জানান, ‘৬৪ প্রজাতির দেশি মাছ বিলুপ্তপ্রায়। তার মধ্যে রানি মাছও একটি। সুস্বাদু এ মাছ আজ বিপন্ন। কৃত্রিম প্রজননের মাধ্যমে এসব মাছের প্রাচুর্যতা বৃদ্ধি না করলে ভবিষ্যতে আর এ মাছের দেখা পাওয়া যাবে না।’
শিরোনাম
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ডাকসু নির্বাচন স্থগিত
- শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
- লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হুথিদের
- র্যালি বাতিল, খাল-নালা পরিষ্কার করবে বিএনপি
- নির্বাচনে নৌবাহিনী-বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- চবিতে সংঘর্ষ: ক্লাস-পরীক্ষা বন্ধ, ক্যাম্পাসে সুনসান নীরবতা
- চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু
- সিরিজ নির্ধারণী ম্যাচে সম্ভাব্য টাইগার একাদশ
- যশোরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ
- শরীরে ঘুমের ঘাটতি জানান দেয় যেসব লক্ষণ
- কারাগার থেকেই ভার্চুয়ালি হাজিরা দিলেন ২৪ আসামি
- হালুয়াঘাটে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও লিফলেট বিতরণ
- ইনডোর প্ল্যান্টের যত্নে ৫ নিয়ম
- ডাকসু নির্বাচন : ঢাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ এক দিন কমলো
- টঙ্গীতে দুই থানার ওসি বদলি
- বরগুনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- দুইদিন বাড়লো রাকসুর মনোনয়ন বিতরণ
- মঙ্গলবার আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা
- ‘বন্ড’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরতে আপত্তি নেই ব্রসনানের
দেখা মিলছে না রানি মাছের
সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর