১৯ জুলাই শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো মহাসমাবেশ উপলক্ষে বড় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকাসহ সারা দেশের মহানগর, জেলা-উপজেলা, পাড়া-মহল্লায় চলছে প্রচার-প্রচারণা। লিফলেট, পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ গান ও নাটিকার মাধ্যমে সমাবেশের বার্তা পৌঁছানো হচ্ছে। কমপক্ষে ১০ লাখ লোকসমাগমের টার্গেট নিয়েছে দলটি। স্বাধীনতার পর ১৯৭৯ সালে রাজনৈতিক কার্যক্রম শুরু করার পর গত ৪৫ বছরে সোহরাওয়ার্দী উদ্যানে এটি জামায়াতের প্রথম সমাবেশ। সমাবেশের কার্যক্রম ড্রোন টু ড্রোন ক্যামেরার সাহায্যে ভিডিও ধারণ, এলইডি স্ক্রিনে প্রদর্শন, ফেসবুক, ইউটিউবসহ সব সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, জনস্বার্থে সড়ক ছেড়ে সোহরাওয়ার্দী উদ্যান বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামের পতাকা উত্তোলন এবং ইসলামি ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া-পাওয়া। এই আকাঙ্ক্ষা সামনে রেখে জাতীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে। এই সমাবেশ হবে আগামী দিনের ঐক্যের টার্নিং পয়েন্ট। জামায়াত নেতারা জানিয়েছেন, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ হতে যাচ্ছে। দাবিগুলো হলো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এক কোটিরও বেশি প্রবাসীকে ভোটদানের ব্যবস্থা করা। সমাবেশে বিএনপি, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, এনসিপিসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির নেতারা জানান, সমাবেশের ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। তাদের আলাদা ড্রেস থাকবে। ঢাকা এবং পার্শ্ববর্তী জেলা থেকে আসা লোকদের গাড়ি রাখার জন্য ১৫টি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকে ১৫টি মেডিকেল বুথ থাকবে।
শিরোনাম
- স্পেসএক্স প্রতিনিধিদল ঢাকায় আসছে আজ
- ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা আজ, পিএসসির তিন নির্দেশনা
- সাগরকন্যা সিঙ্গাপুরে বাড়ছে মুসলমানদের সংখ্যা
- জিহ্বা যখন বড় শত্রু
- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের উত্থান
- বরিশালে ভাড়া বাসা থেকে শিক্ষকের লাশ উদ্ধার
- সূত্রাপুরে একই পরিবারের দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন
- মতিঝিলে সেনাকল্যাণ ভবনের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
- ২১ বছর বয়সেই হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক
- তুলা আমদানিতে ২% উৎসে কর প্রত্যাহার
- জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
- গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দেশব্যাপী বিএনপির দোয়া ও মিছিল
- এবার পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি মেদভেদেভের
- ফ্রান্সে ৪০ বছর কারাভোগের পর ফিলিস্তিনপন্থী যোদ্ধাকে মুক্তির নির্দেশ
- তৃষ্ণার জোড়া গোলে ভুটানকে আবারও হারালো বাংলাদেশ
- দুই সপ্তাহে গাজায় যুদ্ধে যাওয়া ৪ ইসরায়েলি সেনার আত্মহত্যা
- ব্যবসায়ী সোহাগ হত্যা: তিন আসামির স্বীকারোক্তি
- অবশেষে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন ওবামা দম্পতি
- তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের দুঃসাহস দেখাবেন না : মীর হেলাল
- ইরাকে নরওয়ের কোম্পানির তেলক্ষেত্রে ড্রোন হামলা
মহাসমাবেশের বড় প্রস্তুতি জামায়াতের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর