১৯ জুলাই শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো মহাসমাবেশ উপলক্ষে বড় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকাসহ সারা দেশের মহানগর, জেলা-উপজেলা, পাড়া-মহল্লায় চলছে প্রচার-প্রচারণা। লিফলেট, পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ গান ও নাটিকার মাধ্যমে সমাবেশের বার্তা পৌঁছানো হচ্ছে। কমপক্ষে ১০ লাখ লোকসমাগমের টার্গেট নিয়েছে দলটি। স্বাধীনতার পর ১৯৭৯ সালে রাজনৈতিক কার্যক্রম শুরু করার পর গত ৪৫ বছরে সোহরাওয়ার্দী উদ্যানে এটি জামায়াতের প্রথম সমাবেশ। সমাবেশের কার্যক্রম ড্রোন টু ড্রোন ক্যামেরার সাহায্যে ভিডিও ধারণ, এলইডি স্ক্রিনে প্রদর্শন, ফেসবুক, ইউটিউবসহ সব সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, জনস্বার্থে সড়ক ছেড়ে সোহরাওয়ার্দী উদ্যান বেছে নেওয়া হয়েছে। তিনি বলেন, শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামের পতাকা উত্তোলন এবং ইসলামি ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া-পাওয়া। এই আকাঙ্ক্ষা সামনে রেখে জাতীয় সমাবেশ আয়োজন করা হচ্ছে। এই সমাবেশ হবে আগামী দিনের ঐক্যের টার্নিং পয়েন্ট। জামায়াত নেতারা জানিয়েছেন, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ হতে যাচ্ছে। দাবিগুলো হলো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এক কোটিরও বেশি প্রবাসীকে ভোটদানের ব্যবস্থা করা। সমাবেশে বিএনপি, ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, এনসিপিসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া সব দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির নেতারা জানান, সমাবেশের ২০টি পয়েন্টে প্রায় ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। তাদের আলাদা ড্রেস থাকবে। ঢাকা এবং পার্শ্ববর্তী জেলা থেকে আসা লোকদের গাড়ি রাখার জন্য ১৫টি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকে ১৫টি মেডিকেল বুথ থাকবে।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মানববন্ধন
- মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ
- বৃহস্পতিবার ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি
- নোয়াখালীতে অবৈধ গাড়ি পার্কিং উচ্ছেদে অভিযান, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২০১৬ মামলা
- কোনো ধরনের ব্লেম নিতে রাজি নই : সিইসি
- হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই
- চীন সফর, মোদির সঙ্গে একই গাড়িতে চড়তে চেয়েছেন পুতিন
- দায়িত্ব নেওয়ার ৩ ম্যাচ পরেই বরখাস্ত টেন হ্যাগ
- সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- হত্যা মামলায় গ্রেফতার সাবেক সিনিয়র সচিব জিয়াউল
- কিশোরগঞ্জে হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- বিনিয়োগ সংস্থাগুলোর একীভূতকরণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন
- পানি ছেড়েছে ভারত, পাকিস্তানের ৯ জেলায় উচ্চ বন্যার সতর্কতা
- কোনো দলের পক্ষে নয়, সুষ্ঠু নির্বচান চায় যুক্তরাষ্ট্র
- রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ
- ডাকসু নির্বাচন স্থগিত
- শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
- লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হুথিদের
- র্যালি বাতিল, খাল-নালা পরিষ্কার করবে বিএনপি