দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক পতনে আজ সোমবারের লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ দশমিক ৬০ পয়েন্ট। এদিন লেনদেন কমে ১১শ কোটি টাকার ঘরে অবস্থান করেছে। লেনদেনে অংশ নেওয়া ৬১ শতাংশ কোম্পানির শেয়ার দরপতন হয়েছে। আগের কর্মদিবস রবিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে।
আজ শেয়ার কেনার চাপে ডিএসইতে লেনদেন শুরুর প্রথম ১৩ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান ৫৬ পয়েন্ট। বেলা বাড়ার পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। পরে এই সূচক পতনে ফিরে। লেনদেন শেষে এদিন সূচক ডিএসইএক্স পতন হয়েছে ১০ দশমিক ৬০ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৫৮৩ দশমিক ৭৮ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক চার দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১৮৮ দশমিক ৭৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দুই দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২২৫ দশমিক শূন্য তিন পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে এক হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস রবিবার লেনদেন হয়েছিল এক হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ২৭ হাজার ৩৫০ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল মূলধন ছিল সাত লাখ ২৮ হাজার ৪৮ কোটি ৭৬ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১১৯টির এবং কমেছে ২৪৪টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
বিডি প্রতিদিন/আরাফাত