বৃহস্পতিবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সাড়ে তিন বছরের আগ্রাসনের অবসান ঘটাতে আন্তর্জাতিক চাপের মধ্যে এ বৈঠক হতে যাচ্ছে।
সোমবার সূত্রটি জানিয়েছে, জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের মধ্যে ‘আমরা এমন একটি বৈঠকের পরিকল্পনা করছি’।
সূত্রটি আরও জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই বৈঠকে যোগদানের কোনও সম্ভাবনা নেই।
প্যারিস আলোচনার মূল বিষয় হবে- ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা ও কূটনীতি প্রচার। কারণ রাশিয়ানরা আবার যুদ্ধ শেষ করার প্রচেষ্টা থেকে সরে যাচ্ছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের চারপাশে কূটনৈতিক উত্তেজনার মধ্যে পশ্চিমা-সমর্থিত নিরাপত্তা গ্যারান্টির বিষয়টি প্রাধান্য পেয়েছে।
কিয়েভ ভবিষ্যতে রাশিয়ার যেকোনও আক্রমণ রোধ করার জন্য এই ধরনের গ্যারান্টি চায়।
সংঘাত শেষ হওয়ার পর দেশটির সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থা হিসেবে নেতাদের মধ্যে প্রকাশ্যে একটি ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী গঠনের কথা বলা হয়েছে।
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যেকোনও ইউরোপীয় শান্তিরক্ষা পরিকল্পনাকে সমর্থন করতে পারে। তবে ইউক্রেনে মার্কিন সৈন্য মোতায়েন করা হবে না।
রাশিয়া যেকোনও পশ্চিমা শান্তিরক্ষী সৈন্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। গত সপ্তাহে ক্রেমলিন বলেছে, তারা এই ধরনের আলোচনাকে ‘নেতিবাচকভাবে’ দেখছে। সূত্র: কিয়েভ পোস্ট, ইউরোপিয়ান প্রাভদা, আরব নিউজ, এএফপি
বিডি প্রতিদিন/একেএ