সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান মনে করছেন, বিরাট কোহলির ওয়ানডে ক্যারিয়ার প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে। পাঠানের মতে, কোহলি এখন মূলত আইপিএলেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন, আর ফার্স্ট ক্লাস ক্রিকেট খেললেও তা হবে শুধুই নিজের আনন্দের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো লক্ষ্য ছাড়াই।
এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান পাঠান বলেন, “একজন পেশাদার ক্রিকেটারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিয়মিত খেলা এবং ফিট থাকা। যারা এখন জাতীয় দলের বাইরে, তাদের জন্য ধারাবাহিকতা ধরে রাখা আরও কঠিন হয়ে পড়ে।”
ওডিআই ক্রিকেটের গুরুত্ব কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন পাঠান। তার মতে, “বর্তমানে টি–টোয়েন্টি ক্রিকেটে দাপট চলছে, তাই ওয়ানডে ফরম্যাট তার আবেদন হারাচ্ছে। এ কারণেই কোহলি সম্ভবত এখন শুধুমাত্র আইপিএলে মনোযোগ দেবেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে অংশ নিলেও তা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার উদ্দেশ্যে নয়।”
পাঠান আরও বলেন, “রোহিত শর্মা ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। বিরাট কোহলি ও মোহাম্মদ শামিও নিজেদের ফিটনেস ধরে রাখতে কঠোর পরিশ্রম করেন। তবে নিয়মিত খেলার অভাব ফর্ম ও ফিটনেসে প্রভাব ফেলতে পারে।”
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দল যেন ধারাবাহিকতা ধরে রাখতে পারে, সেজন্য স্পষ্ট পরিকল্পনা ও দিকনির্দেশনার প্রয়োজন বলেও মন্তব্য করেন পাঠান। তিনি আশা প্রকাশ করেন, নতুন হেড কোচ গৌতম গম্ভীর এবং চিফ সিলেক্টর অজিত আগারকার এ বিষয়ে সিনিয়র ক্রিকেটারদের জন্য একটি পরিষ্কার নীতিমালা তৈরি করবেন।
বিডি প্রতিদিন/মুসা