অবশেষে ১ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে পৌর আধুনিক বিপণী বিতানের নিজস্ব ভবনে ফিরলো লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়। ফিতা কেটে নতুন কার্যালয়ের উদ্বোধন করেন পৌর প্রশাসক জসীম উদ্দিন।
এ উপলক্ষে সোমবার দুপুরে পৌর শহরের একটি রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
সভায় পৌর প্রশাসক বলেন, পৌরসভায় নিয়মের কোনো বালাই ছিল না। যেখানে যাচ্ছি, যেটি ধরছি, সেখানেই অনিয়মে ভরা। অতিত ইতিহাস খুবই খারাপ। ২৬ কোটি টাকা ঋণ। এর মধ্যে সাড়ে ৪ কোটি বিদ্যুৎ বিল। কর্মচারীদের বেতন বকেয়া ৬ কোটি টাকা। কিন্তু প্রতি মাসে খরচ বাদে ৬০ থেকে ৬৫ লাখ টাকা উদ্বৃত্ত থাকে। এত টাকা উদ্বৃত্ত থাকার পরেও কেন ২৬ কোটি টাকা ঋণ হলো। সেই প্রশ্নের যে উত্তর পাই। তা আপনাদের বলা যাবে না, তবে আপনারা অবগত আছেন।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তারপরও সকল কিছু মোকাবিলা করে পৌরবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছি।
এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জেড এম ফারুকী, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ভূইয়া তফন, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌরসভা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার হোসেন, সাংবাদিক আ হ ম মোস্তাকুর রহমান, সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
উল্লেখ্য, নিজস্ব ভবন থাকা সত্ত্বেও সাবেক পৌর মেয়ররা নিজ ভবন ভাড়া দিয়ে ভাড়া ভবনে কার্যক্রম চালিয়ে আসছিল লক্ষ্মীপুর পৌর কর্তৃপক্ষ। পৌর প্রশাসকের তত্ত্বাবধানে আবার নিজস্ব ভবনে ফিরলো লক্ষ্মীপুর পৌর কার্যালয়।
বিডি প্রতিদিন/এমআই