জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের দায়িত্ব নেওয়ার মাত্র তিন ম্যাচ পরেই বরখাস্ত হয়েছেন এরিক টেন হ্যাগ। বুন্দেসলিগায় প্রথম ম্যাচে হার ও দ্বিতীয় ম্যাচে ড্রয়ের পরেই তার ওপর ভরসা হারিয়েছে লেভারকুসেন।
জাভি আলোন্সো লেভারকুসেন ছেড়ে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর তার জায়গায় বসেন টেন হ্যাগ। বুন্দেসলিগার এই ক্লাব আশা করেছিল হয়তো হ্যাগের হাত ধরে হয়ত সাফল্য আসবে। কিন্তু সেটি হয়নি।
গত শনিবার বুন্দেসলিগায় ওয়েনডার ব্রেমেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে লেভারকুসেন। ম্যাচটা নিশ্চিত হেরে যেত লেভারকুসেন। কিন্তু শেষ সময়ে দুটি গোল করে তারা ড্র করে।
এই মৌসুম লেভারকুসেন শুরু করে হোফেনহেইমের কাছে ২-১ গোলে হেরে। ওটা ছিল হোম ম্যাচ। লেভারকুসেন এগিয়ে গিয়েও সেটি ধরে রাখতে পারেনি। অবশ্য ডিএফবি পোকাল লিগে সোনেহফ গ্রসপ্যাচকে ৪-০ গোলে হারিয়েছিল তারা। তবে বুন্দেসলিয়ায় শুরুতেই ধাক্কা খাওয়ায় টেন হ্যাগকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লেভারকুসেন।
লেভাকুসেন জানিয়েছে, টেন হ্যাগের জায়গায় দলকে কোচিং করাবেন সহকারী কোচরা। দলের সিইও ফেরান্দো ক্যারো জানিয়েছেন, টেন হ্যাগকে ছেড়ে দেওয়াটা কঠিন ছিল। কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া দরকার ছিল তাদের জন্য। মৌসুমে সাফল্যের জন্য এই পদক্ষেপ ছাড়া লেভারকুসেনের কাছে আর কোনো রাস্তা ছিল না।
চলতি মৌসুমে ইতোমধ্যে চাকরি গেছে বেসিকটাসের কোচ ওলে গানার সুলশার, ফেনেরবাচের কোচ হোসে মৌরিনিওর। এবার এরিক টেন হ্যাগের নাম সেই তালিকায় যোগ হলো। তারা সবাই ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ। এক সপ্তাহের মধ্যে ম্যানইউয়ের এই সাবেক তিন কোচের চাকরি গেল!
বিডি প্রতিদিন/কেএ