নারায়ণগঞ্জে আজ শুক্রবার একই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এই চারটি দলের পৃথক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এদিন পূর্বঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে নারায়ণগঞ্জে আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি ছাড়া বাকি তিনটি রাজনৈতিক দল গত বছরের জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে স্ব-স্ব কর্মসূচি ঘোষণা করেছে। আর নারায়ণগঞ্জ মহানগর বিএনপি শোক র্যালির আয়োজন করেছে। চারটি রাজনৈতিক দলই তাদের কর্মসূচিতে ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি রেখেছে। শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরুর কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির। পদযাত্রায় দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, দলটির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, সামান্থা শারমিনসহ অন্য শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। গত বছরের ১৮ জুলাই নারায়ণগঞ্জ শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে কয়েক শ শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হয়। এ দিনটি স্মরণ করতে নারায়ণগঞ্জে ‘জুলাই সমাবেশ’ কর্মসূচি ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন। এদিন চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শহরের ডিআইটিতে ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, নির্বাচনে পিআর পদ্ধতি ও জুলাই ঘোষণাপত্রের’ দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত বুধবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ডিআইটিতে বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশের লেনে অস্থায়ী মঞ্চ করা হবে। সমাবেশে উপস্থিত থাকবেন দলটির প্রধান ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। একই দিন বিকালে শহরে শোক র্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকালে শোক র্যালির আয়োজন করা হয়েছে। শহরের মিশনপাড়া থেকে নিতাইগঞ্জ পর্যন্ত এই র্যালি অনুষ্ঠিত হবে। এদিকে চার দলের পৃথক কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জ শহরে কিছুটা উত্তেজনা বিরাজ করছে। কারণ চারটি কর্মসূচিই দুই কিলোমিটার এলাকার মধ্যে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রতিক দলগুলোর নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য ঘিরে এ উত্তেজনা দেখা দিয়েছে। তবে এ নিয়ে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা করছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিরোনাম
- হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২
- নুরাল পাগলার মরদেহে আগুন দেওয়ার ঘটনায় জড়িতরা উপযুক্ত শাস্তি পাবে
- নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত : নবীউল্লাহ নবী
- প্রকৃত সংস্কারের আগে মানসিক সংস্কার দরকার : গয়েশ্বর
- বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে জনগণ : ডা. শাহাদাত
- খুনি হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থী, বিএনপিকে ট্যাগ দিবেন না : রিজভী
- কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার
- নবীনগরে কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- কুমারখালীতে ৯ বছর পর সম্মেলন, সভাপতি আনছার সম্পাদক লুৎফর
- নাটোরে ডায়রিয়ার প্রকোপ কমছে
- মোংলায় আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি সভা, এবার ৩৫ মন্দিরে দুর্গোৎসব
- বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ছাত্র দলের র্যালি
- ছিনতাইকারীদের ধাক্কায় চলন্ত ট্রেন থেকে পড়ে বিদ্যুৎকর্মীর মৃত্যু
- নোয়াখালীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ
- বিএনপির হাতেই দেশ নিরাপদ : সাইফুদ্দীন সালাম মিঠু
- জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর-অগ্নিসংযোগ
- সাইফুর রহমান না থাকলে অর্থনীতি মুখ থুবড়ে পড়তো: ড. মঈন খান
- রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু
- ঝিনাইদহের সীমান্তে ৫০ লাখ টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
- এসএসসি ও সমমানের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ
নারায়ণগঞ্জে আজ বিএনপি এনসিপিসহ চার দলের কর্মসূচি, উত্তেজনা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

উত্তেজনা বাড়িয়ে মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে ২ যুদ্ধবিমান উড়াল ভেনেজুয়েলা
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নিরাপত্তা শঙ্কায় বিসিবি সভাপতি, গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে