সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনীর তালিকায় ফের স্থান পেয়েছেন বাংলাদেশে জন্ম নেওয়া সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। তিনি দেশটির নাগরিক হিসেবে এই তালিকায় স্থান পেয়েছেন। ধনী ব্যক্তিদের নিয়ে তালিকাটি প্রকাশ করেছে ফোর্বস সাময়িকী। এতে আজিজ খানের অবস্থান ৪৯তম। তাঁর নিট সম্পদের পরিমাণ ১ দশমিক ১ বিলিয়ন বা ১১০ কোটি ডলার। ৪০ দশমিক ৪ বিলিয়ন ডলারের মালিক মেটার সহপ্রতিষ্ঠাতা এদোয়ার্দো সাভেরিন আছেন তালিকার প্রথম স্থানে। শীর্ষ ধনীদের পরিচিতিতে আজিজ খানের আয়ের উৎস হিসেবে বিদ্যুৎ খাতের কথা উল্লেখ করা হয়েছে। আর বাংলাদেশে সামিট গ্রুপের ব্যবসার খাত হিসেবে উল্লেখ করা হয়েছে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস ও রিয়েল এস্টেট। ফোর্বসের সারা বিশ্বের ধনীদের তালিকায় আজিজ খানের অবস্থান ২ হাজার ৭৯০তম। ২০২৩ সালে সিঙ্গাপুরের ধনীদের তালিকায় আজিজ খানের অবস্থান ছিল ৪১তম। ২০২২ সালে ছিলেন ৪২তম। ৭০ বছর বয়সি আজিজ খান তিন সন্তানের জনক। দীর্ঘদিন ধরে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন তিনি। মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় প্রথমে স্থান পান ২০১৮ সালে। ওই বছর তিনি এ তালিকায় ৩৪তম ছিলেন। সে বছর সিঙ্গাপুরে তাঁর সম্পদের পরিমাণ ছিল ৯১ কোটি ডলার।