গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তদন্তে হাই কোর্টের বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বে তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
তদন্ত কমিটির বাকি দুই সদস্য হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। তদন্ত কমিটি নুরুল হক নুরের ওপর হামলা এবং গুরুতর আঘাতের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সুপারিশ দেবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়েও সুপারিশ দেবে কমিটি। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এ সংক্রান্ত সুপারিশ দেবে তদন্ত কমিটি।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।