রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় একে একে সবাই মারা গেছেন।
সর্বশেষ রিপন পেদা (৩৫) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মারা গেলেন।
এর আগে চিকিৎসাধীন রিপন পেদা'র তিন সন্তান আয়েশা (১), রোকন পেদা (১৪), তামিম পেদার (১৬) মৃত্যু হয়। তার দগ্ধ স্ত্রী চাদনীকে (২৮) গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার পথে মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।
তিনি বলেন, সর্বশেষ চিকিৎসাধীন থাকা রিপন পেদার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
তাদের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলায়।
উল্লেখ্য, গত ১১জুলাই দিবাগত রাত ১টার দিকে সূত্রাপুরের কাগজিটোলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ