বাংলাদেশের ফুটবলারদের কাছে শেন লি পরিচিত মুখই বলা যায়। ইংল্যান্ডের এ কোচ ঢাকা মোহামেডানের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। তার অধীনে মোহামেডান ভালো কিছু করতে না পারলেও শেন লির প্রশিক্ষণের কৌশল অনেকের নজরেও এসেছিল। বাফুফে যখন কোচ সংকটে ভুগছিল তখন সভাপতি কাজী সালাউদ্দিন তাকে জাতীয় দলের কোচ হওয়ার অফার দিয়েছিলেন। ব্যক্তিগত কারণে শেনের পক্ষে সে অনুরোধ রক্ষা করা সম্ভব হয়নি। মোহামেডানে দায়িত্ব ছেড়ে ইংল্যান্ডে চলে যাওয়ার পর পেশাদার লিগের বড় বড় ক্লাবগুলো তাকে কোচ হওয়ার অফার দেয়।
নানা কারণে হয়তো অফার ফিরিয়ে দেন শেন। কিন্তু এখনো বাংলাদেশকে ভুলতে পারেননি তিনি। বিশেষ করে এ দেশের ফুটবলের প্রতি আলাদা টান রয়েছে তার। জানা গেছে, ঘরোয়া ফুটবল দল বদলে মোহামেডানকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুদূর ইংল্যান্ড থেকে মোহামেডানের খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানান শেন লি। শুধু তাই নয়, প্রয়োজনে তিনি ক্লাবকে সহযোগিতা করতে প্রস্তুত এটাও জানিয়েছিলেন। হয়তো সেই প্রতিশ্রুতিতে এবার বিপদের সময় দল বদলে সহযোগিতা করছেন। ক্লাবের এক বর্ষীয়ান সংগঠক জানালেন, ‘শেন ইংল্যান্ডের বিভিন্ন লিগে খেলা তিন প্রবাসী ফুটবলারকে মোহামেডানে পাঠাচ্ছেন। যদি ট্রায়াল পছন্দ হয় তাদের দলভুক্ত করবে ক্লাব।’ চলতি মাসেই তারা ঢাকা আসবেন এ কর্মকর্তা জানান।