চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি পুকুর থকে কেয়া খাতুন নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-মোড়লপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কেয়া খাতুন হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার সাহাপাড়া গ্রামের মির্জা শাহরিয়ারের মেয়ে এবং একই গ্রামের সৌদি প্রবাসী সুমনের স্ত্রী। ২৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন কেয়া খাতুন।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সকালে নিজ বাড়ি থেকে এক কিলোমিটার দূরের একটি পুকুরে কেয়ার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরও বলেন, মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর রহস্য জানা যাবে।
বিডি প্রতিদিন/এমআই