বগুড়ায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক নারী (২৫) নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
জানা গেছে, বুধবার সকালে রাস্তা পার হওয়ার সময় ওই নারী ট্রাকের ধাক্কায় নিহত হন। তিনি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/জামশেদ