ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে নরওয়ের তেল ও গ্যাস কোম্পানি ডিএনও পরিচালিত একটি তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার কুর্দিস্তানের তাওকে এলাকার ওই তেলক্ষেত্রে হামলা হয়েছে বলে জানিয়েছে কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী সংস্থা।
চলতি সপ্তাহের শুরুর দিকে ইরাকে বিদেশি বিভিন্ন কোম্পানির তেল ও গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা শুরু হয়। এরপর থেকে এ নিয়ে নরওয়েজিয় কোম্পানি ডিএনও’র তেলক্ষেত্রে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল।
কুর্দিস্তানের জাখো অঞ্চলের তাওকে ও পেশখাবুর তেলক্ষেত্র পরিচালনা করে ডিএনও। নরওয়েজিয় এই কোম্পানির দু’টি তেলক্ষেত্রই ইরাকের তুরস্ক সীমান্ত লাগোয়া এলাকায় অবস্থিত। বৃহস্পতিবারের হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
তবে বিস্ফোরণের কারণে ওই তেলক্ষেত্রে তেল উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কুর্দিস্তানের সন্ত্রাসবিরোধী সংস্থা। এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ডিএনও কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেবল চলতি সপ্তাহে একের পর ড্রোন হামলার কারণে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে তেল উৎপাদন দৈনিক প্রায় ১ লাখ ৪০ হাজার থেকে দেড় লাখ ব্যারেল কমে গেছে। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/একেএ