তুরস্কের ফুটবল অঙ্গনে নেমে এসেছে নজিরবিহীন জুয়ার কেলেঙ্কারির ঝড়। সোমবার (১০ নভেম্বর) গ্রেফতার করা হয়েছে আটজনকে, তাদের মধ্যে রয়েছেন শীর্ষ লিগ ক্লাব এইউপস্পোরের চেয়ারম্যান মুরাত ওজকায়া।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, আদালতের নির্দেশে এইউপস্পোর চেয়ারম্যানসহ আটজনকে আটক করা হয়েছে। ঘটনার পর তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) কঠোর পদক্ষেপ নিয়েছে- দেশের সব স্তরের লিগ থেকে ১,০২৪ ফুটবলারকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
টিএফএফ এক বিবৃতিতে জানায়, '১,০২৪ খেলোয়াড়কে তদন্তাধীন হিসেবে শৃঙ্খলা কমিটিতে পাঠানো হয়েছে। ক্লাবগুলোর স্কোয়াড পূরণের সুবিধার জন্য আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি, যাতে ২০২৫-২৬ মৌসুমের শীতকালীন দলবদলের সঙ্গে অতিরিক্ত ১৫ দিনের সময় বাড়ানো যায়।'
এই তালিকায় সুপার লিগের ২৭ জন খেলোয়াড় রয়েছেন, যাদের মধ্যে বর্তমান চ্যাম্পিয়ন গালাতাসারাই এবং ঐতিহ্যবাহী বেসিকতাস ক্লাবের খেলোয়াড়ও আছেন।
ঘটনার পর টিএফএফ দ্বিতীয় ও তৃতীয় স্তরের লিগের ম্যাচ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছে। ফেডারেশনের বোর্ড মঙ্গলবার বিকেলে জরুরি বৈঠকে বসবে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ফেডারেশন সভাপতি ইব্রাহিম হাজি ওসমানোউগ্লু এক বিবৃতিতে বলেন, 'এটি তুর্কি ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় নৈতিক সংকট। এর শিকড় উপড়ে ফেলতে হবে।'
ফেডারেশনের অভ্যন্তরীণ তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে— ৫৭১ জন সক্রিয় রেফারির মধ্যে ৩৭১ জনেরই অনলাইন বেটিং অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের মধ্যে ১৫২ জন নিয়মিতভাবে জুয়া খেলতেন।
একজন রেফারি একাই ১৮,২২৭ বার বাজি ধরেছেন, আর ৪২ জন রেফারি এক হাজারেরও বেশি ম্যাচে জুয়া খেলেছেন বলে তদন্তে জানা গেছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/মুসা