অন্তর্বর্তী সরকারের ‘নির্লিপ্ততায়’ সারাদেশে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।
বৃহস্পতিবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। এসময় জেলা যুবদলের অন্যন্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারছে না। দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।
বিডি প্রতিদিন/এএ