বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান মারা গেছেন। বুধবার মধ্যরাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। গতকাল সকালে শ্রদ্ধানিবেদনের জন্য লাশ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়।
সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), উদীচী কেন্দ্রীয় সংসদ, ছায়ানট, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় খেলাঘর আসর, বরিশাল বিএম কলেজের বাংলা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠন তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এরপর দুপুরে বদিউর রহমানের জন্মস্থান বরিশালে লাশ নিয়ে যাওয়া হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমানকে রাষ্ট্রীয় সম্মাননা শেষে দাফন করা হয়।
বদিউর রহমানের জন্ম ১৯৪৭ সালে। তিনি একাধারে সাংস্কৃতিক সংগঠক, গবেষক ও প্রাবন্ধিক। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মুক্তিযুদ্ধ শেষে যুক্ত হয়েছিলেন শিক্ষকতা পেশায়। তিন দশকের বেশি সময় তিনি উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতির দায়িত্ব পালন করেন। ২০২২ সালে উদীচীর ২২তম সম্মেলনে তিনি প্রথম সভাপতির দায়িত্ব পান। সর্বশেষ ২০২৫ সালে ২৩তম সম্মেলনে আবারও সভাপতির দায়িত্ব পেয়েছিলেন।