সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গতকাল রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর ও জেলা যুবদল। গতকাল বৃষ্টি উপেক্ষা করে দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে মহানগর ও বিকালে জেলা যুবদল আলাদা মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর টাউন হলের সামনে সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন, মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন প্রমুখ। জেলা যুবদলের পক্ষে বক্তব্য রাখেন জেলা সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মুহম্মদ জিল্লুর রহমান জেমস।
এ সময় বক্তারা বলেন, সারা দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। মবের নামে বিচারবহির্ভূত কাজ করা হচ্ছে। মানুষের ব্যবসাবাণিজ্য লুটপাট করা হচ্ছে।
এরপরও সরকারের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা বাহিনী নির্বিকার। নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন স্থানে সক্রিয় হচ্ছে, নানা ধরনের অপকর্ম করছে।