বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক কাওসার হাবিব বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবদান আর ত্যাগ বিবেচনায় মূল্যায়ন করা হয়েছে একেবারেই নগণ্য। নগণ্য বললেও ভুল হবে, একেবারে নাই বললেই চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়কে যেভাবে মূল্যায়ন করা হচ্ছে সে তুলনায় আমাদের করা হয়নি।’ সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। কাওসার হাবিব বলেন, ‘বৈষম্যের বিরুদ্ধে ১৫ জুলাই থেকেই মাঠে নেমেছিলাম আমরা। জুলাই আন্দোলনে সরকার যখন সব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল, পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলোও বন্ধ করে দেওয়া হয়। ঢাকাসহ অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও তখন ক্যাম্পাসছাড়া। সবাই ধরেই নিয়েছিল যে আন্দোলন তখন থেমে গেছে, ঠিক তখনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন সামনের দিকে টেনে নিয়ে যান।’ তিনি বলেন, ‘যদিও কোনো প্রাপ্তির জন্য আমরা আন্দোলন করিনি, কিন্তু যখন দেখা যাচ্ছে কিছু না কিছু প্রাপ্তি রয়েছে অনেকের, সে হিসেবে প্রাপ্তি নেই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের।’ সাবেক এ সমন্বয়ক আরও বলেন, ‘আমাদের হাতের ওপর দিয়ে দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে। সে জায়গা থেকে বিপ্লব-পরবর্তী সময়ে যারা সরকারে এসেছে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা যৌক্তিক ছিল। কিন্তু তা করা হয়নি। অন্য জায়গাগুলোতেও বেসরকারি শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে টালবাহানা করা হলো। শেষবেলায় এসে আমাদের দাবির মুখে ১৮ জুলাইকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার।’