গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউ শনিবার ভোর ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
শুক্রবার গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটে মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরে সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আজ শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় আজ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত কারফিউর সময় বৃদ্ধি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শআ