পটুয়াখালীর কলাপাড়ায় একটি লেক থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝা সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লেকের পানিতে ভাসমান অবস্থায় কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত এক যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম সাংবাদিকদের জানান, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত মৃত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মৃতের মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/আশিক