রংপুরে যাত্রীবাহী বাসের চাপায় ফাতেমা বেগম (৬০) নামে এক অটোভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে পীরগঞ্জ উপজেলা সদরের ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা পীরগঞ্জ উপজেলার গঙ্গারামপুরের আব্দুল বারীর স্ত্রী।
পুলিশও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার সকালে রংপুর-ঢাকাগামী সার্ভিস লেন থেকে অটোভ্যানযোগে ওভারপাসের নিচ দিয়ে পীরগঞ্জের দিকে যাচ্ছিলেন ফাতেমা বেগম। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে ফাতেমা বেগম নিহত হন। এ সময় ভ্যানে থাকা আহত ২ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারসহ সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
বড়দরগা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারেরকাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা ঘাতক বাসটিকে শনাক্ত করা যায়নি, তবে চেষ্টা অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন