লক্ষ্মীপুরে সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ছাত্র আন্দোলনের ব্যানারে নানা স্লোগানে মুখরিত হয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র নিয়ন্ত্রণ করতে রাষ্ট্রকে জিম্মি করার অংশ হিসেবে বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিকভাবে তিন দফা দাবি উত্থাপন করেছে। এর প্রতিবাদেই তাদের এ আন্দোলন।’
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, নওশিন আবির, আব্দুল্লাহ আল মারুফ, তাসনীমুল ইসলাম, আরাফাত রহমান, সাজু প্রমুখ।
বিডি প্রতিদিন/জামশেদ