পতিত স্বৈরাচারের দোসরদের নিয়ে গঠন করা মুক্তিযোদ্ধা সংসদ নড়াইল জেলা ইউনিট কমান্ড বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে বুধবার বেলা সাড়ে ১১টায় নড়াইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। এ সময় বীর মুক্তিযোদ্ধা শেখ মতিয়ার রহমান, শরীফ বাদশা মিয়া, এস এ মাসুম হিসামসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক বলেন, কোনো রকম নির্বাচন ছাড়াই মুক্তিযোদ্ধা সংসদ নড়াইল জেলা ইউনিট কমান্ড গঠন করা হয়েছে। জেলা আহ্বায়ক কমিটি জেলা প্রশাসন থেকে দায়িত্ব গ্রহণ না করেই উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করছে এবং ইউনিয়ন কমিটি গঠন শুরু করেছে, যেটি সম্পূর্ণ বেআইনি এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রতারণার সামিল। কমিটিগুলো সম্পূর্ণ স্বজনপ্রীতি ও লেনদেনের মাধ্যমে হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে মুক্তিযুদ্ধের চেতনা ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
তিনি আরও বলেন, অগণতান্ত্রিক এই কমিটির লোকজন বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ট্যাগ দিয়ে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। অবিলম্বে এ কমিটি বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে নতুন করে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২১ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান স্বাক্ষরিত পত্রে বীর মুক্তিযোদ্ধা মনছুর আহম্মদকে নড়াইল জেলা কমিটির আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা মীর মোখতার আলীকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই