পটুয়াখালীর কলাপাড়ায় দেড় হাজার তালের বীজ রোপণ করেছে ‘বাতিঘর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। বুধবার সকাল থেকে দিনভর উপজেলার মহিপুরে খননকৃত খালের দুই পাড়ে এ তালের বীজ রোপণ করেন তারা।
এসময় কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাতিঘর সংগঠনের সহ-সভাপতি আনোয়ার হোসেন আনু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম মন্টু, কোষাধ্যক্ষ মো. শাহিন কবীর, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার হারুন দেওয়ান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস ছত্তার ফকির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি হানিফ সরদার, সদস্য পলাশ সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বাতিঘর’র সদস্যরা জানান, গাছ না থাকায় পাখিরা হারিয়েছে তাদের আশ্রয়স্থল। পথচারীরা ছায়াহীনতায় ভুগছে। তাই ‘সুবজ গ্রাম, সবুজ দেশ, এই আমাদের বাংলাদেশ’ এ স্লোগানকে ধারণ করে বাতিঘরের সদস্যরা এমন সবুজায়ন কর্মসূচি হাতে নিয়েছে। সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনি সৌন্দর্যবর্ধনও হবে। তখন শুধু স্থানীয়রা নয়, পর্যটকরাও সৌন্দর্যের প্রেমে পড়ে যাবে।
বিডি প্রতিদিন/এমআই