মালয়েশিয়ায় ২১তম আন্তর্জাতিক হালাল শোকেস আজ বুধবার হতে (মিহাস) শুরু হয়েছে। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে আগামী ২০ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত। মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে (মিটেক) হালাল শোকেসের আয়োজন করা হয়েছে।
মালয়েশিয়া বহিমুখী বাণিজ্য উন্নয়ন করপোরেশন (ম্যাট্রেড) আয়োজিত এ আয়োজনে ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। এবারের আসরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— পিনাকল অব হালাল এক্সিলেন্স: ‘হালাল উৎকর্ষতার শীর্ষ’।
চতুর্থ বারের মত বাংলাদেশ এবারও এ হালাল শোকেসে অংশগ্রহণ করেছে। আজ দুপুরে বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশের ডিরেক্টর জেনারেল বেবি রানী কর্মকার। বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা এসময় উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রাণ, আকিজ ফুড ও মৈত্রী ছাড়াও জামদানী, হস্তশিল্প, পাটজাত, সিরামিক, কসমেটিক, লেদার, স্ক্রীন কেয়ার সামগ্রীর বুথসহ বাংলাদেশের পর্যটন ও পণ্যকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে বাংলাদেশ হাইকমিশনের দুইটি বুথসহ মোট বারটি বুথ স্থান পেয়েছে এবারের প্রদর্শনীতে।
ম্যাট্রেডের এক বিবৃতিতে জানানো হয়, মিহাস ২০২৫-এ বাংলাদেশসহ ৮০টি দেশের ১০১৯টি কোম্পানীর ২ হাজার ৩৮০টি বুথ ও আন্তর্জাতিক প্রদর্শক অংশ নেবেন। আবারের আয়োজনে প্রায় ৪৫ হাজার দর্শনার্থীর উপস্থিতি আশা করছে আয়োজকরা। ইভেন্টে প্রদর্শনীর পাশাপাশি থাকবে বিশেষ ক্রয় মিশন (আইএনএসপি), নলেজ হাব সেমিনার, পুরস্কার বিতরণী ও ব্যবসায়িক সংলাপের সুযোগ।
হালাল খাদ্য ও পানীয়, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, ইসলামিক অর্থায়ন, ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য, ব্যক্তিগত যত্ন, প্রসাধনী এবং মুসলিম-বান্ধব পর্যটন—সব মিলিয়ে একটি সমন্বিত প্রদর্শনী স্থান তৈরি করা হয়েছে।
আয়োজকদের মতে, মিহাস ২০২৫ কেবল প্রদর্শনী নয় বরং বৈশ্বিক হালাল শিল্পে মান, উদ্ভাবন এবং আন্তর্জাতিক অংশীদারত্বের প্রতিশ্রুতির প্রতিফলন।
২০২৪ সালে মিহাস ৪.৩ বিলিয়ন রিঙ্গিত বিক্রি রেকর্ড করে নতুন মাইলফলক সৃষ্টি করেছিল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন