ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় রাজা মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার বিকালে উপজেলা শহরের মাইক্রোস্ট্যান্ডে এঘটনা ঘটে। নিহত মইন কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের মহি উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকাল ৪টার দিকে কোটচাঁদপুর উপজেলার মাইক্রোস্ট্যান্ডে কাঁচামালের ট্রাক ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষের সময় মাঝে পড়েন মোটরসাইকেল চালক রাজা মিয়া। সেসময় ছিটকিয়ে ট্রাকের নিচে পড়লে গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এতথ্য নিশ্চিত করেন কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর।
বিডি প্রতিদিন/এএম