টিএমএসএস’র মানবাধিকার ও জেন্ডার বিভাগের উদ্যোগে বুধবার সকালে বগুড়ার পীরগাছা শাখা অফিসে গ্রুপ সভানেত্রী ও সদস্যদের নিয়ে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মোবাইলে আসক্তি প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক। এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের সদস্য মোছা. মিনতি আখতার বানু, টিএমএসএস পরিচালক মাহাবুবর রহমান, জোনাল ম্যানেজার মো. ইসাহক আলীসহ টিএমএসএস কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাহানা আফরোজ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাল্য বিবাহ, যৌন হয়রানি ও মোবাইলে আসক্তি প্রতিরোধে যথাযথ ভূমিকা রাখার কথা উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/এমআই